সব্জির বাজারে অগ্নিমূল্য সামাল দিতে গড়িয়াহাটে খোলা হল সুফল বাংলার স্টল

প্রাকৃতিক খামখেয়ালিপনার জেরে অগ্নিমূল্য সব্জি। তবে এই অবস্থা কিছুটা আমজনতাকে সামাল দিতে শনিবার থেকে শুরু হল মূল্যের সব্জির সুফল বাংলা স্টল। যা শনিবার উদ্বোধন হয় গড়িয়াহাট মার্কেটে। কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় এবং রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থার যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের সব্জির এই স্টল উদ্বোধন করেন। উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, বাজার চেয়ে অনেক কম দামে এখানে সব্জি পাওয়া যাবে। কারণ, সিঙ্গুরের চাষিদের থেকে সরাসরি গড়িয়া হাটে ক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে একেবারে তাজা সবজি, এমনটাই দাবি সুফল বাংলা স্টলের উদ‍্যোক্তাদের। এই স্টলের সব্জির বাজার মূল্যের থেকে যা অনেকটাই সস্তা, এবং যার শেলফ লাইফ আরও অনেকটা বেশি বলে দাবি স্টলের উদ্যোক্তাদের।

এই স্টলে যে সব সব্জি মিলছে তা হল, জ্যোতি আলু কিলো প্রতি ২৭ টাকা। সঙ্গে মিলছে পেঁয়াজ ৪৫ টাকা, বেগুন ৫৫ টাকা, করলা ৫৪ টাকা, বাঁধাকপি ৪৪ টাকা, আদা ৮০ টাকা, রসুন ২৩০ টাকা, টমেটো ৬৪ টাকা, ধনেপাতা ৩০০ টাকা, কাঁচা লঙ্কা ৯৫ টাকা, ক্যাপসিকাম ১১০ টাকা, কুমড়ো ২৬ টাকা, গাজর ৫৫ টাকা, ঝিঙে ৫৪ টাকা, কাঁকরোল ৫৯ টাকা কিলোদরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 8 =