অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ। আদালত সূত্রে খবর, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করে। জামিন পেলেও রয়েছে একাধিক শর্ত। মামলা চলাকালীন তিনি কখনই দেশের বাইরে যেতে পারবেন না। এরজন্য তাঁকে জমা দিতে হবে পাসপোর্ট।এমনকী তাঁর ঠিকানায় যে নিম্ন আদালত রয়েছে, সেই এলাকার বাইরেও যেতে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এদিন ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে শর্তসাপেক্ষে জামিন পেলেও এত তাড়াতাড়ি বন্দিদশা ঘুচছে না কুন্তলের। কারণ, তৃণমূলের এই যুবনেতা ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কুন্তল ঘোষের। নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশের কাছ থেকে কোটি টাকা তুলেছেন কুন্তল। এরপর ২০২৩ সালের ২১ জানুয়ারি লাগাতার তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল যুবনেতাকে।
এরপর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থাই পৃথকভাবে তদন্ত করছে। সেই কারণেই যতক্ষণ না সিবিআইয়ের মামলায় জামিন মঞ্জুর হচ্ছে, ততদিন তাঁকে জেলেই থাকতে হবে। এর আগে একাধিকবার কুন্তলের আইনজীবী জামিনের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল। কিন্তু প্রতিবারই তা ফিরিয়ে দেওয়া হয়।অবশেষে কুন্তল সুপ্রিম কোর্টের দারস্থ হন। তবে শীর্ষ আদালত সেই আবেদন হাইকোর্টেই ফিরিয়ে দেয়। সেই সঙ্গে একমাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। এরপরেই বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানেই ইডির মামলায় জামিন মেলে তাঁর। তবে সিবিআইয়ের মামলায় আদৌ সে জামিন পায় কিনা, এখন সেটাই দেখার।