পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিচারপতি

রাজারহাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কারণ, রাজারহাটে এক মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ১২ জন এসেছিল হামলা করতে। সেই অভিযোগ সঠিক। কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগোতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে, এটাই বেআইনি। যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনও প্রয়োজন নেই। এই আইন টুকু যদি না যানে পুলিশ তাহলে কীভাবে নাগরিক বিচার পাবে এই প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই তাঁর প্রশ্ন, এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা আদৌ রয়েছে কি না তা নিয়ে। পাশাপাশি বিচারপতি এও বলেন,  কীভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা এঁরা জানেন না বলেই মনে করছেন বিচারপতি। কারণ, অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরই সূত্র ধরে বিচারপতির প্রশ্ন, এই পুলিশ আধিকারিকদের অফিসারদের আইনের জ্ঞান কতটা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে বলে মনে করেন বিচারপতি ঘোষ। সঙ্গে এও জানান, ‘কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন। সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না।’ এরপরই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘এই শেষ সুযোগ পুলিশকে। এরপর যদি এমন ত্রুটি দেখা যায় তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হব।’ বিচারপতি এও জানান , নিউটাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা রয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =