স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ১৫ অগাস্ট কলকাতায় কম মিলবে মেট্রো। কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের ২৮৮টি মেট্রোর জায়গায় এদিন ১৮৮ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৯৪টি চলবে আপ লাইনে এবং ৯৪টি ডাউন লাইনে। তবে প্রথম এবং শেষ পরিষেবায় কোনও পরিবর্তন আনা হয়নি।
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নয়)
সকাল ৬:৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নয়)
০৬:৫৫ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নয়)
সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
শেষ পরিষেবা:
২১:২৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
২১:৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নয়)
২১:৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম (কোনও পরিবর্তন নয়)
২১:৩০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
এদিকে ইস্ট-ওয়েস্ট করিডরে ১০৬টির জায়গায় এদিন মেট্রো চালানো হবে ৯০টি । যার মধ্যে ৪৫টি চলবে আপ লাইনে এবং ৪৫টি ডাউন লাইনে।
প্রথম পরিষেবা:
সকাল ৬টা ৫৫ মিনিটে শালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ (কোনও পরিবর্তন নয়)
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ (কোন পরিবর্তন নেই) পর্যন্ত ৭.০০ টায়
শেষ পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত ২১.৩৫ ঘটিকায় কোনও পরিবর্তন হয়নি।
সল্ট লেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত ২১.৪০ মিনিটে (কোন পরিবর্তন নেই)
তবে এদিন পার্পল লাইন অর্থাৎ জোকা-তরতলা অংশে কোনও পরিষেবা পাওয়া যাবে না।