মণিপুরের ঘটনায় গর্জে উঠলেন মমতা

উত্তপ্ত মণিপুর। বুধবার সন্ধের পর নারী নির্যাতনের চরম নিদর্শন স্বরূপ একটি ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে মণিপুরকে ঘিরে। ওই ভিডিওতে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।আর এই ভিডিও দেখেই নিজের আবেগ প্রকাশ না করে পারলেন না তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৃহস্পতিবার তিনি টুইটে লেখেন, ‘মণিপুরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার দুঃখ লাগছে। লজ্জা লাগছে।’ এরই পাশাপাশি মমতা এও লেখেন, ‘এটা কোন দেশ? যেখানে মা-বোনের ইজ্জত নেই। আমার হৃদয় কাঁদছে আর বিজেপি নেতারা আমাদের গালি দিচ্ছেন। মহিলাদের যে সম্মান লুন্ঠিত হল তা নিয়ে বিজেপি নেতাদের কী বলার আছে? ’ একই সঙ্গে সম্প্রতি গঠিত বিরোধীদের মহাজোটের অন্যতম প্রধান মুখ মমতা এদিন এও বলেন, ‘ইণ্ডিয়া এর বিরুদ্ধে লড়বে। সংখ্যালঘু, অনগ্রসর জাতি-উপজাতির সকলের হয়ে লড়বে ‘ইন্ডিয়া’। ‘ইন্ডিয়া স্ট্যান্ডস ফর ইউনিটি, পিস।’

এখানেই শেষ নয়, বিরোধী মহাজোটের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এও লেখেন, ‘আমরা সবাই কথা বলছি। মুখ্যমন্ত্রী বা নেতারা এক সঙ্গে যাব ওখানে। সবার সঙ্গে কথা হচ্ছে। ইন্ডিয়া স্ট্যান্ডস ফর মণিপুর।’ এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতা এদিন এও বলেন, ‘উনি মণিপুরের সঙ্গে বাংলা, রাজস্থানকে জুড়ছেন আর দেশকে ভাঙছেন। প্রতি মুহূর্তে আমাদের সাথে লড়াই করছেন৷ আমাদের কাউন্টার করতে গিয়ে দেশের কী অবস্থা দেখুন। সম্মান লুঠ করছে। আমি এর জন্য দুঃখিত। আমাদের সম্পূর্ণ দল মণিপুরের পাশে৷ ইন্ডিয়া থাকবে মণিপুরের পাশে।’ সঙ্গে কটাক্ষ করে বিজেপিকে ‘সন্ত্রাসের সওদাগর’-ও আখ্যা দেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =