পুজোর আগে আরও বাড়ছে মেট্রো সংখ্যা। শনিবার সাধারণত মোট ২৩৪টি মেট্রো চালানো হয়। আজ ১৪ সেপ্টেম্বর এবং আগামী ২১ সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৬২টি। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর এবং আগামী ৫ অক্টোবর ২৮৮টি মেট্রো চালানো হবে। অর্থাৎ কর্মদিবসের মতোই চলবে মেট্রো। এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৯০টি মেট্রো চালানো হয়।
কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে রবিবার ১৩০টি মেট্রো চালানো হবে। পুজোর আগে শেষ চারটি রবিবার (১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর) ১৯৬টি মেট্রো চালানো হবে।
রবিবার প্রথম মেট্রোর টাইম টেবিল
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।
৪) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।
রবিবার শেষ মেট্রোর টাইম টেবিল
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।