অবস্থান থেকে সরছেন না বামেরা, শনির বিকেলে সমাবেশের ডাক

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মধ্যরাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। শনিবার বেলা বাড়ার পরও প্রকৃতির খুব একটা উন্নতি হয়নি। এই বৃষ্টি মাথায় নিয়েই কলকাতার রাজপথে চলছে প্রতিবাদ। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, লালবাজারের সামনে চলছে বামেদের অবস্থান।

শুক্রবার দুপুর থেকে লালবাজারের সামনে অবস্থানে বাম নেতারা। শনিবার বিকেল পর্যন্ত চলবে অবস্থান। পুলিশের ব্যারিকেডকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে অবস্থান মঞ্চ করা হয়েছে বউবাজারে। সেখানেই বসে বাম নেতা-কর্মীরা। তাঁদের দাবি, কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে।

শনিবার বিকেল ৫ টায় এই অবস্থান মঞ্চেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল যাবে বউবাজার।

অবস্থানরত এক বাম কর্মী বলেন, ‘শুধু কলকাতা নয়, গোটা পৃথিবীর মানুষ মর্মাহত।তথ্য প্রমাণ লোপাটের যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে সহায়কের ভূমিকা পালন করেছিল কলকাতা পুলিশ। সেমিনার হলের পাশে বাথরুম ভাঙা আটকাতে পারেনি তারা। ১৪ অগস্ট হাসপাতালে ঢুকে তাণ্ডব চালানো হল। বারে বারে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ।’ অর্থাৎ, কমিশনারের পদত্যাগের দাবিতে এবার জুনিয়র ডাক্তারদের পাশাপাশি চাপ বাড়াচ্ছে বামেরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =