সুশান্ত ঘোষ কাণ্ডে বর্ধমান থেকে গ্রেপ্তার মহম্মদ ইকবাল

কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মহম্মদ ইকবাল নামক এক ব্যক্তির নাম নিয়েছিল ধৃত দুষ্কৃতী। শনিবার সেই ইকবালকে বর্ধমান থেকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, এ দিন মহম্মদ আফরোজ নামে এক ব্যক্তিকে প্রথমে বর্ধমান থেকে আটক করে কলকাতা পুলিশ। তদন্তকারীদের সন্দেহ আফরোজই আসলে ইকবাল। এই নিয়ে কসবার গুলি চলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবারই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় যুবরাজ সিং নামে এক তরুণকে। প্রথমে তার দাবি ছিল, সে নাবালক। যদিও পরে আধার কার্ড দেখে জানা যায়, মিথ্যে বলেছে সে। তার বয়স ১৮র বেশি। ধরা পড়ার পর ওই যুবরাজের মুখেই শোনা যায়, ‘আমাকে ইকবাল পাঠিয়েছিলএরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে কে এই ইকবাল তা নিয়ে।

উল্লেখ্য, যুবরাজ ছাড়াও কসবা কাণ্ডে এক ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবালসহ এখনও পর্যন্ত কসবার ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত ৮টা নাগাদ নিজের বাড়ির সামনেই সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ে যুবরাজ। কিন্তু প্রাণে বেঁচে যান সুশান্ত। গুলি লাগে বাড়ির দরজায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =