যানজট কমাতে গড়িয়াহাটের আদলে সাজানো হবে নিউমার্কেট

যানযট কমাতে গড়িয়াহাটের আদলে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের স্টল তৈরি করে দেওয়ার চিন্তাভাবনা শুরু করল কলকাতা পুরসভা। এর পাশাপাশি বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিট চত্বরে যেসব জায়গায় হকারদের দখলে চলে গেছে সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। কারণ, এর পিছনে কোনও আইনি বৈধতা নেই। এদিকে এই হকারদের কারণে নিউ মার্কেট চত্বরে গাড়ি চালানো বা রাস্তায় সহজ ভাবে চলাফেরা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে আম জনতার কাছে। দুর্বিষহ অবস্থা হয় পুজো, ইদ বা বড়দিনের সময়। তখন এই চত্বরে পা ফেলাই দায়। পুরসভা সূত্রে খবর, কয়েকমাস আগেই একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় প্রকাশিত ফলে দেখা গিয়েছে বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিট চত্বরে অনেক হকারই বেআইনিভাবে ফুটপাথের জায়গা দখল করে বসে রয়েছেন। একইসঙ্গে এও জানা গেছে,  নিউমার্কেটে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সম্প্রতি পুরসভার কর্তৃপক্ষের এই প্রসঙ্গে একটি বৈঠকও হয়েছে। বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনা হয়েছে, বৈঠকে অনুমোদিত হকারদের সংখ্যা সীমাবন্ধ করা নিয়েও।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘গাড়ি চলাচলের রাস্তা দখল করে অনেক হকার অবৈভভাবে ব্যবসা করছেন। ফুটপাথও হকারদের দখলে চলে গিয়েছে। নিউ মার্কেট এলাকার হকারদের গড়িয়াহাটের মতো টিনের স্টল তৈরি করতে হবে। এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অবৈধ হকার সমস্যার সমাধান করা দরকার।’ একই সুর কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের গলাতেও। এই প্রসঙ্গে দেবাশিস কুমার জানান, ‘প্রাথমিক স্তরে এই নিয়ে আলোচনা হয়েছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এর বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ আমরা নিজেরা আলোচনা করেছি।’ মার্কেটের দায়িত্বপ্রাপ্ত পুরসভার মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি জানান, ‘আমাদের মেয়র এই নিয়ে চিন্তাভাবনা করছেন। দেবাশিস কুমারও গোটা বিষয়টি দেখছেন। এমটনা যদি হয় তবে খুবই ভালো হবে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =