রথের চাকা গড়ানোর সঙ্গে NEWS 365×24-এরও যাত্রা শুরু

২০ জুন,২০২৩। মঙ্গলবার। আজ গড়াল প্রভু জগন্নাথ দেবের রথের চাকা। একইসঙ্গে এই শুভ লগ্নে আমাদের News 365×24- নামে এক পোর্টালের যাত্রা হল শুরু। বহুদিনের ইচ্ছা আজ অবশেষ বাস্তবে রূপায়িত। এখন সংবাদপত্র চালানো আমার কাছে বা বলা ভাল আমাদের কাছে দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে খোলা হল এক নতুন নিউজ পোর্টাল। যেখানে তুলে ধরার চেষ্টা করা হবে নানা ধরনের সংবাদ থেকে শুরু করে বিনোদন, খেলার সঙ্গে আরও অনেক কিছু। তবে সংবাদ জগতে পোর্টাল এখন অনেক। কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূর-অস্ত, বরং বলা ভাল তাদের মধ্যে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। এর মাঝে আছে নানা ধরনের বিপত্তি। কখনও প্রাকৃতিক তো কখনও যান্ত্রিক। এই সব বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যেতে হবে আমাদের। সেই কারণে আমাদের তরফ থেকে সামান্য এই প্রচেষ্টাকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল সবার কাছেই, সে বন্ধু বা শত্রু যেই হোন না কেন। সবার কাছ থেকে সাড়া মিললে তবেই আমাদের এই ক্ষুদ্র লড়াই সার্থক হবে, এটাই আমার বিশ্বাস।

এখানে আরও একটা কথা বলে রাখা শ্রেয়, তা হল বিশেষ কোনও রাজনৈতিক দলের মুখপাত্র নই আমরা। যখন যেমন ঘটনা ঘটবে সেটাই যত দ্রুত সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের আপাতত ‘পাখির চোখ’। সেই কারণে বহুক্ষেত্রে সংবাদ বিশ্লেষণ হয়তো বা করার সময় আমাদের হাতে থাকবে না। এরই রেশ ধরে আরও একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন বলে মনে করছি, তা হল কখনও আমাদের লেখা পড়ে হয়তো মনে হবে আমরা শাসকদলের হয়েই কথা বলছি। আবার কখনও বা মনে হবে আমরা বিরোধী শিবিরের। কখনও বামেরা হয়তো তকমা দিতে চাইবেন ‘বিজেমূল’ বলেও। তবে আদৌ তা নয়। আমাদের কাছে বিভিন্ন সূত্রে যে খবর আসবে তার যথাযোগ্যতা বিশ্লেষণ করেই এই পোর্টালে পরিবেশন করার চেষ্টা করা হবে। এর জন্য আমি এটাও আশা রাখি যে যাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিউজ ফিল্ডে কাজ করেছি তাঁদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাব। এ আশাও রাখি, সহযোগিতা পাবো প্রত্যেকরই। কেউ কোনও লেখা বা তথ্য দিয়ে  এই পোর্টালটিকে ঋদ্ধ করতে চাইলে স্বাগত তাঁদেরও। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখা প্রয়োজন, ভুল কিছু লেখা হলে দ্রুত তা সংশোধনেরও চেষ্টা করা হবে। ভুল তো মানুষমাত্রই হয়, আর কাজ করতে গেলে একেবারে সবকিছু ত্রুটিহীন হবে এমন দাবিও আমাদের তরফ থেকে একবারও আমরা করবো না বা করছি না।

তবু সবশেষে বারবার কবিগুরুর একটা কবিতার কয়েকটি ছত্র মনে আসছে বারবার।

‘যদি ভেঙে যায় পণ,         দুর্বল এ শ্রান্ত মন

 

সবিনয়ে করি শির নত

 

তুলি লব আপনার ‘পরে

 

আপনার অপরাধ যত!

 

যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে–

 

ক’দিনের কথা!

 

একদা মুছিয়া যাবে সংসারের পটে

 

শূন্য নিষ্ফলতা।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =