বৃহস্পতিবারে যানজটের সমস্যা নেই কলকাতায়

২১ জুলাই শুক্রবার ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। ইতিমধ্যেই ট্রেন-বাস-ট্রাকে চেপে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শহরমুখী। এদিকে
কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফ থেকে খবর, এই মুহূর্তে কলকাতার সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার রাত থেকে এখনও অবধি শহর কলকাতায় বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি। এদিকে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের কলকাতায় কোথাও কোনও বড় ধরনের মিছিল বা মিটিং হওয়ার সম্ভাবনা নেই। মোটের উপর সারাদিনই ট্রাফিক স্বাভাবিক থাকবে। সঙ্গে এও জানানো হয়েছে, বিমানবন্দর গামী ভিআইপি রোড ও ইএম বাইপাসেও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, তৃণমূলের শহিদ সমাবেশে কর্মী সমর্থকের আনতে ভাড়া করা হয়েছে অনেক বেসরকারি বাস। বৃহস্পতিবার সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় বাসের সংখ্যা কম। ফলে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। শুক্রবার সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা আরও কমতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =