বকরি ইদে কম মেট্রো চলবে নর্থ-সাউথ করিডরে

বৃহস্পতিবার ইদ-উল-আদাহ অর্থাৎ বকরি ইদ। আর এই বকরি -ইদ উপলক্ষে আগামী ২৯জুন সারা রাজ্য জুড়ে বেশির অধিকাংশ প্রতিষ্ঠানেই ছুটি ঘোষণা করা হয়েছে। আর সেই কারণে মেট্রোর সময় সূচিত সামান্য রদবদল আনা হল বলেই জানান কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এই প্রসঙ্গে তিনি আরও জানান, অন্যান্য দিন ব্লু-লইন অর্থাৎ নর্থ সাউথ করিডরে ২৮৮ টি মেট্রোর জায়গায় চালানো হবে ২৩৪ টি মেট্রো। ১১৭ টি আপ এবং ১১৭টি ডাউনে। এই ২৩৪টির মধ্যে ১৬০ টি চলবে দক্ষিণেশ্বর থেকে।

পাশাপাশি জানানো হয়েছে, বৃহস্পতিবারের মেট্রোর সময়সূচিও।

দমদম থেকে কবি সুভাষ- প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো ছাড়াব সকাল ৭টায়।

 

শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ -রাত ৯টা ২৮ মিনিটে।

শেষ মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩০ মিনিটে।

শেষ মেট্রো দমদম থেকে কবি সুভাষ রাত ৯টা ৪০ মিনিটে।

শেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম রাত ৯টা ৪০ মিনিটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =