লোকসভা নির্বাচনের আগে কেন অভিন্ন দেওয়ানি বিধি তা নিয়ে প্রশ্ন বিরোধীদের

লোকসভা নির্বাচনের আগেই কেন অভিন্ন দেওয়ানি বিধি তা নিয়ে প্রশ্ন তুলে দিল বিরোধী শিবির। সোমবার সংসদে বসেছিল আইন ও বিচার মন্ত্রক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেখানে বিরোধী দলগুলি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনের বৈঠকে হাজির ছিল না তৃণমূল কংগ্রেস ও এনসিপি। তবে এই ইস্য়ুতে কংগ্রেস, ডিএমকে এবং ভারত রাষ্ট্র সমিতি একযোগে বিজেপিকে চেপে ধরে বৈঠকে।

বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আর মাত্র ৩০০ দিন মতো বাকি আছে। কেন এই সময়ে অভিন্ন দেওয়ানি বিধিকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। একটি বিশেষ সম্প্রদায়কে সরকার টার্গেট করছে বলে অভিযোগ তোলে তারা। সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সাংসদরা বৈঠকে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।

তাঁদের যুক্তি, একবিংশ আইন কমিশনও স্পষ্ট জানিয়ে দিয়েছে অভিন্ন দেওয়ানি বিধির কোনও প্রয়োজন নেই। উল্লেখ্য, ডিএমকে, কংগ্রেস এবং বিআরএস এদিন একই লাইনে চেপে ধরে সরকারকে। অন্যদিকে, মায়াবতীর বসপার সাংসদ আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সকলে রাজনীতি করছে বলে বিরোধীদের সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + two =