বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

আরজি করের ভয়াবহ ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৪ মাস। চিকিত্‍সকের তরুণীকে ধর্ষণ-খুন কাণ্ডের বিচার এখনও চলছে। এবার মেয়ের সুবিচারের আর্তি নিয়ে বিধানসভায় গেলেন নির্যাতিতার বাবা মা। মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন তাঁরা।সূত্রের খবর, সংবিধান দিবস উপলক্ষে বিরোধী বিধায়কদের কাছে তারা বিচার চাইতে এসেছেন। বিধানসভায় পৌঁছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তাঁকে আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জারি রাখতে অনুরোধ করেন নির্যাতিতার বাবা-মা। এদিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন অভয়ার বাবা-মা।

বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে ১৫ মিনিট। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সরাসরি শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে দেখা করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন। নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। অভয়ার বাবা-মা বলেন, ‘সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। আগামীতে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল।’ সঙ্গে এও ফের এদিন তাঁদের গলায় শোনা যায় একই খেদোক্তি, ‘আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল।’

সূত্রে খবর, এদিন শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা-মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে ও ভিতরে বিধায়করা ধরনা করবেন। পাশাপাশি একইদিনে অভয়ার বাবা-মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু। উল্লেখ্য, একইদিনে অপরাজিতা আইন প্রণয়নের দাবিতে পথে নামবে তৃণমূল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =