শিশু বিক্রির ঘটনা খোদ কলকাতাতে, ধৃত ৬

ফের সন্তান বিক্রির ঘটনা। তাও আবার খোদ কলকাতায়। রূপালি মণ্ডল নামে এক মহিলা তাঁর ২১ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন কল্যাণী গুহ নামে মেদিনীপুরের এক মহিলার কাছে। কল্যাণী গুহর বাড়ি মেদিনীপুরে হলেও কলকাতাতেও তাঁর একটি অস্থায়ী ঠিকানা ছিল। আর এই মেয়ে বিক্রির ঘটনা ঘটে চারজন মিডলম্যান মারফত, এমনটাই খবর পুলিশ সূত্রে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতারও করেছে আনন্দপুর থানার পুলিশ। ঘটনায় শিশু পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সূত্রে খবর, রূপালি মণ্ডলের বাড়ি আনন্দপুরের নোনাডাঙা রেল কলোনি এলাকায়। আর কল্যাণী গুহর কলকাতার ঠিকানা পর্ণশ্রী থানার সাতগ্রাম এলাকায়। এই দু’জনকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার লাখ টাকায় ওই ছোট্ট মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। শিশু বিক্রির ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একাধিক মিডলম্যান জড়িত ছিল এই ঘটনায়। পাটুলির রূপা দাস, স্বপ্না সর্দার,হরিদেবপুরের পূর্ণিমা কুণ্ডু ও বেহালার লালতি দে’র মারফত ছোট্ট ওই শিশুটি হাতবদল হতে হতে কল্যাণী গুহর কাছে পৌঁছয়। এই চার মিডলম্যানকেও পাকড়াও করেছে পুলিশ। এই হাতবদল হওয়ার নেপথ্যে একটি বড় র‌্যাকেট থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। কীভাবে ওই মিডলম্যানদের সঙ্গে রূপালি ও কল্যাণীর যোগাযোগ হল, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই শহরতলিতে আরও একটি শিশু বিক্রির অভিযোগ প্রকাশ্যে এসেছিল। উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকায়। ২ লাখ টাকায় নিজের কোলের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শহর কলকাতায় ফের শিশু বিক্রির অভিযোগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 2 =