ইডি-র হাতে গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের মালিক ও পুত্র

এবার ইডি-র হাতে গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের মালিক বাসুদেব বাগচি এবং তাঁর ছেলে অভীক বাগচি। মঙ্গলবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে তাঁদের ফ্ল্যাট, বেহালা এবং জোকার আরও দুই জায়গায় দিনভর তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপরই মুম্বই থেকে গ্রেপ্তার করা হয় বাবা ও ছেলেকে। তাঁদের বিরুদ্ধে আমানতকারীদের টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। সূত্রে খবর, বুধবার আদালতে তোলা হবে দু’জনকে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হতে হয়েছিল এই বাবা-ছেলেকে। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধার বাসুদেব বাগচি ও ছেলে অভীক বাগচি। ওডিশায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সংস্থার বিরুদ্ধে আমানতকারীদের বেআইনি স্কিমের টোপ দিয়ে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গ্রুপ। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বেশি মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে বাজার থেকে এই বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে।

ওডিশা, অসম, ত্রিপুরা-সহ রাজ্যের বাইরে একাধিক জায়গায় প্রয়াগ গ্রুপের কারবার ছড়িয়ে রয়েছে। ফলে আমানতকারীদের থেকে তোলা এই বিপুল পরিমাণ টাকা অন্যত্র পাঠানো হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে এও জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে বাবা ও ছেলেকে হেফাজতে চাইবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =