ছট পুজোতে বন্ধ রবীন্দ্র এবং সুভাষ সরোবর, বাড়ানো হল নিরাপত্তা

ছট পুজোতে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বুধবার রাত আটটা থেকে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। এরই পাশাপাশি একইভাবে বন্ধ রাখা হচ্ছে, উত্তর কলকাতার সুভাষ সরোবর প্রাঙ্গন। আদালতের নির্দেশে ইতিমধ্যেই এই দুই সরোবারে ছট পুজো বন্ধ করা হয়েছে। আর সেই কারণেই কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই নোটিশ বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, কলকাতার দুই ফুসফুস হিসেবেই ধরা হয়  উত্তর কলকাতার সুভাষ সরবর ও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরবরকে। ছট পুজোর আগে ৬ তারিখ রাত ৮ টা তে বন্ধ করা হবে দুই সরবরে গেট৷ খোলা হবে ৮ তারিখ বেলা ১২ টায় এমনটাই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এরই পাশাপাশি রবীন্দ্র সরোবরে মোতায়েন থাকছে ২৫০ জন পুলিশ। সুভাষ সরোবরেও থাকছে সমসংখ‌্যক পুলিশ বাহিনী।ছটের সময় যাতে কোনওভাবে ওই দুই সরোবরে কেউ ঢুকে না পড়ে সেজন‌্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রতিটি সরোবরে ডিসি পদমর্যাদার একজন করে অফিসার দায়িত্বে থাকবেন। তাঁর অধীনে থাকবে ২৫০ পুলিশ কর্মী।একইসঙ্গে কলকাতা পুলিশের তরফ থেকে রাস্তায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার অফিসার। বিপর্যয় মোকাবিলা করতে থাকছে ৭৭টি দল। ছটে অপ্রীতিকর পরিস্থিতির যাতে তৈরি না হয় সেজন‌্য ঘাটও জলাশয়গুলিতে কড়া নজরদারি থাকবে পুলিশের। ঘাটও জলাশয়ে পুলিশ পিকেটিংথাকছে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং মোবাইল পেট্রলিং ভ্যান শহরে টহল দেবে।

পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধের চেষ্টাও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে৷ এই মর্মে নোটিশ দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি৷ তবে এই দুদিনে কী পরিবেশ দূষণ রোধ করা যায় সে ব্যাপারে নজর রয়েছে  সাধারণ মানুষেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =