রাজভবনের পিস রুম এখন পরিণত অ্যাকশন রুমে

রাজভবনের পিস রুম এখন পরিণত অ্যাকশন রুমে। কারণ,  রাজভবনে পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, যে অভিযোগগুলি তাদের কাছে এসেছে তারা প্রত্যেকটি অভিযোগ রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যেই কয়েকটি অভিযোগে পদক্ষেপও নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজভবন। অন্যদিকে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মেনে ২২ টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার জানান ‘গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।‘

এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিস রুমে আসছে ফোন। কখনও নির্বাচনকে কেন্দ্র করে, আবার কখনও বা প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে। শুধু তাই নয়, রাজভবন পিস রুম সূত্রে এ খবরও মিলেছে সম্প্রতি একদিন দু’ঘণ্টায় ৬০ টি ফোন এসেছিল। যা অভূতপূর্ব বলেই জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সঙ্গে এও জানানো হয়েছে যে, মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই এই অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে। এরপর এইসব অভিযোগ নিয়ে তৎপরতা তুঙ্গে রাজভবনের। প্রসঙ্গত, গত সোমবার রাজভবনের পিস রুম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বয়ং। মঙ্গলবার রাজ্যপাল ফের এক দফা ঘুরে দেখেন পিস রুম। রাজভবন সূত্রে খবর ৫০০-এর কাছাকাছি অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে।

এই প্রসঙ্গে রাজভবনের এক আধিকারিক জানান, ‘রাজভবনের ইতিহাস এই ধরনের কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইমেল ও ফোন করে যে কোন অভিযোগ জানানো যাচ্ছে, রাজভবনের পিস রুমে। নির্বাচন চলাকালীন সময়ে এটি খোলা থাকবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।‘

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সোমবার জানান, ‘এত সংখ্যক ফোন আসছে মানে রাজ্যে হিংসার ঘটনা প্রচুর হচ্ছে তা নয়।‘ পাশাপাশি রাজ্যপাল এও জানান, যে অভিযোগ গুলি আসছে তা রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যকে পাঠানো হচ্ছে। অভিযোগগুলির প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =