মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে রিপোর্ট সুপ্রিম কোর্টে 

তিলোত্তমার ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের বড় এক অংশ। এই ইস্যুতে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে তা শীর্ষ আদালতে জানাল রাজ্য সরকার।

শীর্ষ আদালত সূত্রে খবর, মঙ্গলবার সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আরও দুটি হলফনামা জমা দেওয়া হয়। একটি, কেন্দ্রীয় রেফার ব্যবস্থা। আর দ্বিতীয়টি হল নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত ব্যবস্থা। অর্থাৎ এই রেফারেল সিস্টেমের কাজের পাশাপাশি নিরাপত্তা হাসপাতালগুলিতে নিরাপত্তা পরিকাঠামোর কাজ কতদূর এগিয়েছে সেই সকল তথ্যই জমা দিল রাজ্য।

সূত্রের খবর, হলফনামায় বলা হয়েছে রাজ‍্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা পরিকাঠামোসহ অন্য কাজে ১২৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। সঙ্গে এও জানানো হয়েছে, ইতিমধ্যেই ডিউটি রুম তৈরির কাজ হয়েছে ৯৭ শতাংশ, শৌচাগার তৈরির কাজ হয়েছে ৯৫ শতাংশ, ডিউটি রুম তৈরির কাজ হয়েছে ৯৭ শতাংশ, আলোর পরিকাঠামো তৈরি ৯৫ শতাংশ, সিসি ক্যামেরা বসানোর কাজ ১০০ শতাংশ। এরই পাশাপাশি হলফনামায় রাজ‍্য এদিন এও জানায় যে, আরজি করে ডিউটি রুমের কাজ ৫৬ শতাংশ, শৌচাগার তৈরির কাজ ৫২ শতাংশ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ১০০ শতাংশ, সিসি ক্যামেরা বসানোর কাজ ১০০ শতাংশ।এছাড়াও, রাজ‍্যের ২৮টি মেডিক্যাল কলেজে প‍্যানিক বাটন বসানোর কাজও শুরু হয়েছে। এর পাশাপাশি ১,০৬৫টি বায়োমেট্রিক অ্যাকসেস কন্ট্রোল ডিভাইসের মধ‍্যে ৬৫৬টি বসানো হয়েছে। এই কাজে ২.২৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত ১৫ অক্টোবর থেকে ডায়মন্ড হারবারসহ দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চালু হয়েছে। সারা রাজ্যে এই ব্যবস্থা চালুর জন‍্য ৩০ অক্টোবর সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষএমএসভিপির সঙ্গে বৈঠক হয়েছে।এরপর ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে ৮ জেলায় চালু হয়েছে কেন্দ্রীয় রেফার ব‍্যবস্থা।রাজ‍্যের ২৮টি মেডিক্যাল কলেজে অতিরিক্ত ৯,৫১৪ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ৯,৫১৪ জনের মধ‍্যে ৫০৪ জন মহিলা নিরাপত্তারক্ষী রয়েছেন বলে জানিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =