রেড রোডে পথ দুর্ঘটনা, আহত ২ মহিলা সহ ৩

পথে নেমে সচেতন হচ্ছেন না তিলোত্তমাবাসী। সেফ ড্রাইভ, সেভ লাইফ-বলে যতই পুলিশ প্রশাসনের তরফ থেকে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তাতে থোড়াই কেয়ার। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে পথদুর্ঘটনা। যার থেকে বাদ পড়েনি বুধবারও। এদিন রেড রোডে দুর্ঘটনায় পড়েে গাড়ি।বুধবার দুপুরের ব্যস্ত সময় গাড়িটি রাস্তায় উল্টে যায়।ওই উল্টে যাওয়া গাড়ি থেকে গাড়ির চালক এবং দুই মহিলা যাত্রীকে পুলিশ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়।

এদিকে এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, এসএসকেএম হাসপাতালের দিক থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল গাড়িটি। অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময়ে সেটি ডিভাইডা ধাক্কা মারে। এরপর একটি বাতিস্তম্ভে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। পথ চলতি যাত্রীরা কোনওমতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে তিনজনকে বার করে আনেন। কোনও মতে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ট্র্যাফিক পুলিশের কর্তারা জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + seven =