ভাঙড় নিয়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচীর

মনোনয়ন জমা দেওয়া নিয়ে আইএসএফ ও টিএমসির সংঘর্ষ নিয়ে মুখ খুলতে দেখা গেল সব্যসাচী দত্তকে। আর সেখানেই বিস্ফোরক মন্তব্য তাঁর। ভাঙড়ে অশান্তির জন্য রাজ্য সরকারের পুলিশকেই দুষলেন সব্যসাচী।পুলিশেক কাঠগড়ায় তুলে এদিন সব্যসাচী প্রশ্ন তুলে দেন, ‘মনোনয়ন পর্বে ভাঙড়ের অশান্তির সময় কী করছিল পুলিশ। বহিরাগতদের খবর কেন ছিল না তাদের কাছে।’ তাঁর এই মন্তব্য ঘিরেই বাংলায় ত্রিস্তরীয় নির্বাচনের মুখে বঙ্গ রাজনীতিতে শুরু হয় বিতর্ক।

বৃহস্পতিবার রাতে ভাঙড়ে প্রথম নির্বাচনী সভা ছিল তৃণমূলের। সেখানেই সব্যসাচীর মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। সদ্য ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী দত্ত যখন পুলিশকে কাঠগড়ায় তুলছেন একদিকে, আবার অন্যদিকে ভোটে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গেও তুলনা টানেন তিনি।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে মনোনয়ন দাখিল করা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ভাঙড়। দুই রাজনৈতিক দলের সংঘাতে উত্তপ্ত ভাঙড়ে বোমা-গুলি চলে একটানা। সংঘর্ষের জেরে ভাঙড়ে ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =