মঙ্গলবার রাজভবেন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সৌরভের এই আচমকা রাজভবন সফর নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়। কারণ, কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ। বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাবে সৌরভ সাড়া দেওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়। যদিও এদিনের রাজভবন সফর নিয়ে রাজনীতিতে আসার সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন সৌরভ নিজেই।
সূত্রে খবর, এদিন বিকেলে নিজের দুই বন্ধুর সঙ্গে রাজভবনে যান সৌরভ৷ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস ছাড়াও আরও এক বন্ধু ছিলেন। সূত্রের খবর, এই দ্বিতীয় বন্ধুর সূত্রেই সৌরভ এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। কারণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌরভের এই বন্ধুর পূর্ব পরিচয় ছিল। এদিকে রাজভবন থেকে বেরনোর সময় মুখে কুলুপ আঁটেন সৌরভ।