সারদা মামলার তদন্ত নিয়ে ইডি-র বিরুদ্ধে ক্ষুব্ধ শুভেন্দু

সারদা কেলেঙ্কারি মামলায় ফের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সারদা মামলায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু। সিবিআই-কে এই নিয়ে একটি চিঠিও দেন তিনি। আর এবার সারদা মামলায় ইডির ভূমিকা নিয়েও অসন্তোষ শোনা গেল বিরোধী দলনেতার গলায়। শুক্রবার ইডি-কে বিদ্ধ করে তিনি বলেন, ‘সারদাতে মুখ্যমন্ত্রীকে ছোঁয়া হয়নি। এই অভিযোগ আমার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আপনার ছুঁয়ে দেখেননি। তাঁর বাড়ির সব কর্মচারীকে ডেকেছেন, পার্টির সবাইকে ডেকেছেন, তাঁর ফোন যাঁরা ধরেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু আপনারা আসল জায়গায় অর্থাৎ, মাথায় পৌঁছাননি।’

এরই পাশাপাশি শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে ১৫০ কোটির টেন্ডার বেনিয়মের অভিযোগ তুলেছেন শুভেন্দু। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাতে থাকে স্বরাষ্ট্র দফতর থেকেই এই বেনিয়ম হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে চিঠিও লিখেছেন তিনি। এরপরও যদি ব্যবস্থা না হয়, তাহলে ইডিকেও চিঠি লিখবেন বলে হুঁশিয়ারি দিতে শোনা যায় শুভেন্দুকে। সেই প্রসঙ্গেই সারদা মামলায় এই অসন্তোষের কথা উঠে আসে বিরোধী দলনেতার গলায়। এরই রেশ টেনে এদিন শুভেন্দু এও বলেন, ‘ইডি যদি মনে করে রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার বিষয়ে তারা ভেবেচিন্তে এগোবে, তার জন্য তো বিরোধী দলনেতা বসে থাকবেন না। আমাকে তো ২ কোটি ২৮ লাখ লোক পাঠিয়েছে এদের দুর্নীতি, চুরি সব প্রকাশ্যে আনার জন্য।’

তবে সারদা কেলেঙ্কারি মামলা নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা বিদ্ধ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রর বক্তব্য, ‘কাঁথি পুরসভার অ্যাকাউন্টে সারদার টাকা ঢুকেছিল। এটা নিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আইনে যেন সিবিআই-ইডি শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করা হয়।’ এই প্রসঙ্গে কুণাল তুলে আনেন সুদীপ্ত সেনের চিঠির প্রসঙ্গও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =