পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচন নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বেয়াপাড়ার এক সভা থেকে কড়া ভাষায় রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও জেলা পুলিশকে নিশানা করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নামে কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারির পাশাপাশি হাইকোর্টে মামলা করার কথাও জাানান বিরোধী দলনেতা। শুভেন্দু বক্তব্য, ‘পুলিশ সুপার অমরনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছেন। আর এখানেই শুভেন্দুর প্রশ্ন, এরকম কোনও ব্যক্তিকে দিয়ে আদৌ ভোট করানো যায় কি না তা নিয়েও। সঙ্গে এ হুঁশিয়ারিও দেন, যদি নির্বাচন কমিশন তাঁকে না সরায় তাহলে অভিষেকের মিছিলে হাঁটার ছবি নিয়ে আদালতে যাবেন তিনি।

এদিন আরও একবার ভোটের দফার কথা শোনা যায় তাঁর গলায়। শুভেন্দুর বক্তব্য,  ‘কেন্দ্র যে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েছে তাতে তিন দফায় ভাগ করে পঞ্চায়েত ভোট করানো দরকার। এক্ষেত্রে শুভেন্দু ডেডলাইনও দেন। রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, ‘বুধবার পর্যন্ত অপেক্ষা করুন।’

এদিনের সভা থেকে শুভেন্দু এ দাবিও তোলেন, নন্দীগ্রামের মানুষ ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে তারা ঘরের ছেলেকেই চায়। কোনও বহিরাগতর এখানে ঠাঁই নেই। ভোট মানে বিজেপিতেই ভরসা রাখেন এখানকার মানুষ। শুভেন্দু বলেন, ‘ভোটের দিন নন্দীগ্রামে থাকবো। ভোট দেবো। রাত জাগবো। নিজেরা সিসিটিভি লাগাবো। গণনার দিনও সুরক্ষা দেব।’ সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন,’ বিজেপির নেতা কর্মীদের যদি পুলিশ অযথা কিছু করে, ২০০৭ সালের থেকেও বেশি কিছু দেখতে হবে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী, নেতা-কর্মীদের কোনও মিথ্যা মামলায় ফাঁসানো হলে তার পরিণতি ভুগতে হবে।’ একইসঙ্গে পটনায় একমঞ্চে তৃণমূল-কংগ্রেস-সিপিএম নেতৃত্বের থাকা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, ‘বাংলায় কুস্তি আর পটনায় দোস্তি। ওখানে খোস গল্প, কফি খাওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =