খনিজের বিশাল ভাণ্ডারের খোঁজ মিলল চাঁদে। ইসরো সূত্রে খবর, অন্তত এমনই হদিশ দিল প্রজ্ঞান রোভার। চাঁদে বিপুল পরিমাণ সালফারের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। সালফার ছাড়া চাঁদের মাটিতে অক্সাইডেরও খোঁজ মিলেছে। এখানেই প্রশ্ন তাহলে কী জলও রয়েছে চাঁদে? এবার জলেরই খোঁজ শুরু করেছে প্রজ্ঞান রোভার। চাঁদে যদি জলের হদিশ মেলে তাহলে যে সেটা মহামূল্যবান রত্ন পাওয়ারই সামিল […]