বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। বঙ্গে বিনিয়োগের সুযোগ নিতে গোটা দেশের নামীদামি শিল্প সংস্থার কর্তারা আসছেন কলকাতায়। ‘বেঙ্গল মিনস বিজনেস’-এই থিমকে সামনে রেখেই হচ্ছে এবারের শিল্প সম্মেলন। এই সম্মেলনে হাজির ছিলেন আইটিসির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী, তিনি বলেন, ‘খবরের কাগজের প্রথম পাতার বিজ্ঞাপন দেখে চমকে উঠতে হয়। গত […]