সিঙ্গল বেঞ্চে সন্দীপদের পুনর্বিবেচনার আর্জি খারিজ। বিচারপতির স্পষ্ট যুক্তি, হাইকোর্ট কোনওভাবেই জুডিশিয়াল অর্ডার পরিবর্তন করতে পারে না। ফলে অস্বস্তি কিছুতেই কাটছে না সন্দীপ ঘোষের। কারণ, আদালতে আবেদন-নিবেদনেও কাজ হল না কিছুই। বরং আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সন্দীপ-সহ পাঁচজনের বিরুদ্ধে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার চার্জ ফ্রেম করতে বাধা নেই। এদিকে সিবিআইয়ের তরফ থেকে […]