কলকাতা পুরসভার ১২ নম্বর বরোতে বৈঠক হয় বুধবার। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে বরো ১২’র অধীনস্থ এলাকায় বিল্ডিং প্ল্যান জমা দিলেই সঙ্গে সঙ্গে হবে না অনুমোদন, নির্মাণস্থল সশরীরে খতিয়ে দেখতে যেতে হবে আধিকারিকদের। একইসঙ্গে এও জানা গেছে, অতীতের ওই জমির রেকর্ড কী আছে তা খতিয়ে দেখবেন। সেখানে যদি দেখা যায় জলাভূমি রয়েছে, তাহলে […]