স্বাস্থ্য ক্ষেত্রে জেলাস্তরে নানা প্রকল্প ও কর্মসূচির কারণে জেলা স্বাস্থ্য প্রশাসন মাঝেমধ্যেই জেলা বা মহকুমা কিংবা গ্রামীণ স্তরের হাসপাতালের চিকিৎসকদের অন্যত্র কাজে পাঠান। সরকারি পরিভাষায় যাকে বলে ‘ডিটেলমেন্টে’। এখানেই অভিযোগ উঠেছে,এতে পরিষেবা বিঘ্নিত হয়। এবার থেকে তাই আর যাকে-তাকে যেখানে-সেখানে ডিটেলমেন্টে পাঠানো যাবে না বলে নির্দেশকা জারি হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এই মর্মে সব […]