বালিগঞ্জ সার্কুলার রোডের এক আবাসনের নিচ থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, ওই আবাসনেরই চার তলায় থাকতেন যুবক। ওই যুবকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মিলেছে, কিছু ওষুধও। পুলিশ জানতে পেরেছে, ওষুধগুলো মানসিক অবসাদ কাটানোর। এদিকে দেহ উদ্ধারের পরই তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
সূত্রে খবর, বুধবার সকালে আচমকাই আবাসনের বাসিন্দারা, ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান, রক্তাক্ত অবস্থায় যে যুবক পড়ে রয়েছেন, তিনি ওই আবাসনেরই চার তলার বাসিন্দা। এরপরই খবর যায় বালিগঞ্জ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবকের দেহে তল্লাশি চালিয়ে এক পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেন। তাতে কিছু লেখা ছিল। অন্য পকেট থেকে মানসিক অবসাদের ওষুধ উদ্ধার হয়। পুলিশ মনে করছে, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। ময়নাতদন্তের পর কী কারণে মৃত্যু, তা স্পষ্ট হবে।