আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিঁধলেন বিধায়ক এবং স্থানীয় পুলিশকেই

শাসককে এবার অস্বস্তিতে ফেলে দিল সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি। দত্তপুকুর বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরে সাংবাদিক বৈঠকের শুরুতে আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, তৃণমূল সরকারের ভাবমূর্তি কলুষিত করার জন্য দত্তপুকুরের নীলগঞ্জে তৃণমূল বাজি তৈরি করছিল বলা হচ্ছে। তাঁর বক্তব্য, সেখানে বাজি নয়, বোমা তৈরি হচ্ছিল। আর সেই বোমাশিল্পের কারিগররা আইএস‌এফের সঙ্গে যুক্ত বলে বক্তব্য আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্য়ানের। কিন্তু এরপর যা বললেন তাতে শাসকের পক্ষে অস্বস্তি বাড়ালো বৈ কমালো না। এরই পাশাপাশি স্থানীয় থানার ইনচার্জের সাসপেনশনকে স্বাগত জানিয়ে কাটমানির অভিযোগে দেন সিলমোহর। এদিকে ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক রথীন ঘোষ বলেছিলেন, ওখানে বাজি তৈরি হতো তিনি জানতেন না। আতসবাজি উন্নয়ন সমিতির বক্তব্য, বিধায়ক দায় এড়াতে পারেন না। তাঁর গাফিলতি ছিল। নীলগঞ্জে পপ-পপ বোমা তৈরি হচ্ছিল। এর উপর কেন কার‌ও নজরদারি ছিল না, এদিন এ প্রশ্নও তোলেন বাবলা রায়। প্রসঙ্গত, এই পপ-পপ বোমা বেআইনি। কারণ, এতে আতসবাজির মশলা নেই। সঙ্গে এও বলেন, ‘ওখানে আতসবাজি নয়, বোমাবাজির শিল্প গড়ে ওঠার চেষ্টা হয়েছিল। আমরা রুখে দিই। আমি নিজে গিয়ে দেখেছি ওখানে বোমা বাঁধা হয়েছে। এই বাজিতে সলতে নেই, তা বাজি নয়, অবৈধ। সলতে থাকলে তবেই সেটা আতস বাজি। ওখানে আমি সলতে দেখিনি। স্টোন চিপস ছিল। সেটাও তো বোমা বাঁধতে লাগে। পুলিশের ভূমিকা নিয়েও আমি খুবই বিরক্ত ছিলাম। মুখ্যমন্ত্রীকে বলেছিলাম অবিলম্বে সাসপেন্ড করতে হবে। খবর পেলাম, ওখানকার আইসিকে সাসপেন্ড করেছে। আমি খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =