দুর্গাপুজোর অনুদান নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডের পর কলকাতা-সহ জেলার একাধিক ক্লাব পুজোর সরকারি অনুদান ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে। দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘যদি কেউ অনুদান না নিতে চান, তবে ঠিক আছে। নতুন যে তালিকা এসেছে বা আবেদন করেছেন, তাদের দিয়ে দেবেন। নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে। সবাইকে হয়তো দিতে পারব না একসঙ্গে। কারণ, টাকাটা এ বার অনেকটাই বেড়ে গিয়েছে।’

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের প্রথমেই পুজোর বিষয়ে মতামত জানান তিনি। সঙ্গে এও জানান, ক্লাবগুলিকে সরকারি পুজোর অনুদান দেওয়া শুরু হবে। যে পুজো কমিটিগুলো অনুদান নিতে চাইবে না, তাদের টাকা অন্য পুজো কমিটিগুলিকে দেওয়ার নির্দেশ দেন তিনি। মমতা বলেন, ‘পুজোর টাকা নিয়ে এ বার অতিরিক্ত কয়েকটি আবেদন আমাদের কাছে এসেছে। সবাইকে হয়তো সাহায্য করতে পারব না। আমাদের মোট ৪৫০ কোটি টাকা খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য। সেই টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু হবে।’

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের একাধিক পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। বেহালার সবেদা বাগান ক্লাব, নেতাজিনগর বাস্তুহারা সমিতি, মুদিয়ালি আমরা ক’জন পুজো কমিটি-সহ হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক ক্লাব সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। এদিকে আরজি কর নিয়ে আন্দোলন অব্যাহত রাজ্যে। নিয়মিত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আন্দোলনকারীদের উদ্দেশে এদিন মমতা বলেন, ‘অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =