ছট পুজো নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী

এবার ছট পুজো নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে নিজেই একথা জানান মুখ্যমন্ত্রী স্বয়ং।

এদিকে বৃহস্পতিবার ছট পুজো। তার ঠিক আগে বুধবার সন্ধেয় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মমতা বলেন, ‘আপনারা শুনলে খুশি হবেন, এবারে ছট পুজো নিয়ে আমি গান লিখেছি, ছোটি মাইয়া।বৃহস্পতিবার কলকাতা সকালে ঘাটে গান শুনতে পাবেন।সঙ্গে এও জানান, ছট পুজো নিয়ে নিজের লেখা গান বৃহস্পতিবার সকালে ফেসবুকেও আপলোড করবেন।

এদিকে ছট পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে গঙ্গাঘাট এবং নদীর পারগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুণ্যার্থীদের সতর্ক করে মমতা বলেন, ‘পুজোর জন্য গঙ্গাঘাটে তাড়াহুড়ো করবেন না। ছোট ছোট গ্রুপ করে করে ধীরে ধীরে ঘাটে যাবেন। কেউ তাড়া দিলেও তাড়াহুড়ো করবেন না। ওতে পদপিষ্ট হয়ে যেতে পারেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকে সকলকে নজর রাখতে হবে।

বুধবার পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই চন্দননগরের ৮টি এবং ভদ্রেশ্বরের ২টি পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানেই একথা বলেন তিনি। চন্দনগরের লাইটিং, মোদকের সন্দেশের প্রশংসাও করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =