কেন্দ্রীয় বাহিনী সব বুথে দেওয়া যাবে কি না তা নিয়ে নিরুত্তর নির্বাচন কমিশনার

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য বাংলায় আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। তবে এরপরও সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে চলছে জল্পনা। কারণ, বাহিনী এলে ভোট হচ্ছে এক দফাতেই। ফলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠলেও মুখে কুলুপু রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। এদিকে শনিবার ভোট। মাঝে সময় আর নেই বললেই হয়।

এদিকে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের কাছে ইতিমধ্যেই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। তাতে কোন জেলায় কোন এলাকায় রাজ্য পুলিশের কতজন ইনস্পেক্টর, কতজন সাব ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, কতজন কনস্টেবল মোতায়েন করা হবে, তার একটি বিস্তারিত তালিকা ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকেরা কার কাছে রিপোর্ট করবেন, সেই  বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে বলে দেওয়া হয়েছে, ৬ জুলাই সকাল ১০টার মধ্যে ভোটের ডিউটিতে পুলিশকর্মীদের মোতায়েন করে ফেলতে হবে। তাছাড়া কমিশন যে এলাকায় যত সংখ্যক পুলিশের কথা বলছে, তা যাতে কোনওভাবেই কম না হয়, সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় জেলায় যে পুলিশকর্মীরা মোতায়েন হবেন, তাঁদের ইনডাকশন থেকে শুরু করে ভোট পরিচালনার ক্ষেত্রে গাড়ির বন্দোবস্ত করা এই সব কিছুই সংশ্লিষ্ট পুলিশ সুপারদের করতে হবে। কোন পুলিশকর্মীরা সশস্ত্র থাকবেন, কোন পুলিশকর্মীদের লাঠি থাকবে, তাও বলে দেওয়া হয়েছে কমিশনের ওই চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 11 =