নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডাকেননি রাজ্যপাল, রবিবার সকালে এমনটাই জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্বয়ং। সঙ্গে এও জানানো হয়, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই এই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্যপালের সংযোজন, ‘আমি জানিয়েছিলাম, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি আলোচনার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন। আজও আসতে পারেন।‘
এদিকে রাজভবন সূত্রে খবর, রবিবার বিকেলে রাজভবনে যেতে পারেন রাজীব সিনহা। এর আগে তাঁকে রাজ্যপাল বারবার তলব করা সত্ত্বেও তিনি যাননি। ইতিমধ্যেই কমিশনারের জয়েনিং লেটার ইস্যুতেও জল্পনা বেড়েছে। সেই আবহে কেন কমিশনার রাজ্যপালের সঙ্গে দেখা করতে উদ্যোগী হলেন, তারও কোনও স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। তবে রাজ্যপাল জানিয়েছেন, তিনি পঞ্চায়েত ভোটে নিয়ে কথা বলতে চান কমিশনারের সঙ্গে।
রবিবার সকালে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বিবেকানন্দ সেবা সম্মান অনুষ্ঠানে উপস্থিত হন আনন্দ বোস। সেখানে মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, পরিস্থিতির চাপে অনেক অনুষ্ঠানে বা কর্মসূচিতে যেতে পারছেন না তিনি। পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বসেন, ‘সাধারণ মানুষের ক্ষমতাকে অবহেলা করবেন না।’