৮ জুলাই চালু থাকবে নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর, থাকছে জেলাভিত্তিক নম্বরও

৮ জুলাই রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন।  নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। কারণ, পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্বেই একাধিক জায়গায় অশান্তির চিত্র দেখেছে বাংলা। কমিশনের চাহিদা অনুযায়ী মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ভোটে। থাকছে রাজ্য পুলিশও। পাশাপাশি, সর্বক্ষণের জন্য খোলা থাকছে কন্ট্রোল রুম। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের কমিশনের নম্বর হল ১৮০০ ৩৪৫ ৫৫৫৩। একইসঙ্গে, প্রত্যেকটি জেলার জন্য থাকছেন নির্দিষ্ট স্পেশাল অবজারভারও।

আলিপুরদুয়ার স্পেশাল অবজারভার মহম্মদ ইকলাখ ইসলাম, আইএএস – ৭০৪৭৮৪৯৯৮, ৯৮৩৬১৭২৮৮২

বাঁকুড়া স্পেশাল অবজারভার নীলাঞ্জনা দাশগুপ্ত – ৯০৪৬১৪০৪৫২

বীরভূম জেলার জন্য অবজারভার – জয়দীপ দত্তগুপ্ত, ৭৫৫১০৬৪০৬

কোচবিহার জেলার জন্য অবজারভার – প্রসেনজিৎ হানস, ৭৫৮৩৯৮৫২১৪

দক্ষিণ দিনাজপুর জেলার অবজারভার – দীপঙ্কর চৌধুরী,  ৮৯৭২৪৯৪৮০৭

দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য অবজারভার – প্রবুদ্ধ দত্ত দ্রাবিড় প্রধান, ৯৪৩৪১১৫৫২১৮, ৮২৫০৮৮৩৯০৯

হুগলি জেলার অবজারভার নন্দিনী ঘোষ, ৭৪৩৯৯৮৫৩১৮

হাওড়া জেলার জন্য অজয় ভট্টাচার্য – ৬২৯২৩১৭৯০৪

জলপাইগুড়ি জেলার অবজারভার – সুজাতা ঘোষ, ৮৬৭০৮৯৭১০১

ঝাড়গ্রাম জেলার অবজারভার – গোলাম হাসান ওবাদির রহমান,৮৯১৮৯৭০২৭৭

মালদা জেলার অবজারভার – নিরঞ্জন কুমার, ৯৭৪৯৮৩৭১৭৯

মুর্শিদাবাদ জেলার অবজারভার – শুভ্রা চক্রবর্তী, ৭৭১৯৩৭৭৩৭২, ০৩৪৮২-২৫০৫৭৭

নদিয়া জেলার অবজারভার – অচিন্ত্য কুমার পতি, ৯০৪৬৬৯৪৭৩০

উত্তর ২৪ পরগনা জেলার অবজারভার – অভিষেক কুমার তিওয়ারি, ৯১৪৭১৮০০৮৭

পশ্চিম বর্ধমান জেলার অবজারভার – জয়দীপ মুখোপাধ্যায়, ৬২৯৬৪২৭৯০৪

পশ্চিম মেদিনীপুর জেলার অবজারভার, আর অর্জুন, ৯০৭৩৯৩৮০৫৭

পূর্ব বর্ধমান জেলার অবজারভার, ইউ স্বরূপ, ৭৭১৯৩৬৩৭৬৪

পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার নিখিল নির্মল, ৭৫৮৬০৯৫২২২

পুরুলিয়া জেলার অবজারভার – কোনথাম সুধীর, ৯০৪৬১৪১৫০৬

দক্ষিণ ২৪ পরগনা জেলার অবজারভার, অনুরাগ শ্রীবাস্তব, ৯১৪৭১৮০১৯০

উত্তর দিনাজপুর জেলার অবজারভার, উত্তম কুমার পাত্র, ৯৮০০৮৭৪৬৩১

সঙ্গে এও জানানো হয়েচে, পঞ্চায়েত নির্বাচনকালীন কোনও বুথে সমস্যা তৈরি হলে, অশান্তির কারণে রাজ্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। তবে যে কোনও ধরনের প্ররোচনা, অশান্তি, গণ্ডগোল এড়িয়ে চলার ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এরকম কোনও ঘটনা লক্ষ্য করলেই নির্বাচন কমিশনের হেল্প লাইনে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১১ জুলাই, মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =