মুখ্যমন্ত্রীর ওপরেই ভরসা চাকরিপ্রার্থীদের

২০১৬ নবম-দ্বাদশ স্তরের মেধাতালিকাতে নাম থাকলেও তা থেকে বঞ্চিত করা হয়েছে চাকরিপ্রার্থীদের। আর এই ইস্যুতেই আন্দোলন দেখতে দেখতে পা দিল ৯০০ দিনে। এদিকে কাজের কাজ কিছুই হচ্ছে না এখনও কোনও সুরাহা হয়নি। বঞ্চিতদের সমস্যা সমাধানে রাজ্য সরকার সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে যে উদ্যোগ নিয়েছিলো তাকে সাধুবাদ জানিয়ে মালদার বাসিন্দা ইংরেজি বিষয়ে মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থী প্রিন্স রাকিব হোসেন জানান, এই মহামানবিক ও অতিমানবিক সরকার যেন এবার শিক্ষাক্ষেত্রে বঞ্চিতদের জন্য আইনি জটিলতা মিটিয়ে দ্রুত সমস্যার সমাধান করে । সততার কান্ডারী বাংলার মুখ্যমন্ত্রী ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ নানা প্রকল্প করে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে উপনীত হয়েছেন। আর তারই পথ ধরে প্রিন্স রাবিক হোসেন আশা করছেন, মুখ্যমন্ত্রী ই পারেন শিক্ষাক্ষেত্রের দুর্নীতির কয়লাকে হিরেতে রূপান্তরিত করে বাংলার শিক্ষাক্ষেত্রকে বিশ্বজগৎ এর কাছে দৃষ্টান্তরূপে স্থাপন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =