অনুষ্ঠিত হল সরস্বতী ওয়ার্ল্ড স্কুলে ‘দ্য ল্যান্টার্ন ফেস্ট’

সরস্বতী ওয়ার্ল্ড স্কুল, হুগলির তরফ থেকে ব্যান্ডেলের জিটি রোডের স্কুল প্রাঙ্গনে  এক বিশাল বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে। ‘দ্য ল্যান্টার্ন ফেস্ট’ শীর্ষকে এই ফেস্ট তথা বিজ্ঞান প্রদর্শনীতে  এই স্কুলের ছাত্ররা তাঁদের অসাধারণ সৃজনশীলতা এবং উদ্ভাবন প্রদর্শন করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন চেয়ারম্যান বিক্রান্ত সিং এবং ভাইস চেয়ারম্যান বিনোদ সিং। ইভেন্টটি সরস্বতী ওয়ার্ল্ড স্কুলের তরুণ মনের দীপ্তিকে তুলে ধরে পড়ুয়াদের কাজের মডেল, বৈজ্ঞানিক চিত্র, চার্ট এবং উদ্ভাবনী প্রদর্শনের মধ্য দিয়ে। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শিক্ষক , শিক্ষার্থীর পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকও।

এদিনের এই প্রদর্শবনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, গণিত এবং উপযুক্ত পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে তাদের গবেষণা ও শিক্ষা প্রদর্শন করে। নজরকাড়া সাজসজ্জা এবং পদ্ধতিগত ব্যাখ্যা নজর কাড়ে উপস্থিত দর্শকদের।

এই উপলক্ষ্যে, সরস্বতী ওয়ার্ল্ড স্কুলের অধ্যক্ষ শ্যামশ্রী বিশ্বাস, ছাত্র এবং শিক্ষকদের ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য গর্ব প্রকাশ করে বলেন, ‘ল্যানটার্ন ফেস্ট সৃজনশীলতা এবং উদ্ভাবনের একটি দুর্দান্ত উদযাপন। এটি আমাদের ছাত্র এবং ফ্যাকাল্টিদের উৎসর্গের একটি প্রমাণ। এই প্রদর্শনীটি কেবল তাদের বৈজ্ঞানিক দক্ষতাই প্রদর্শন করেনি বরং ভবিষ্যত শিক্ষার একটি আভাস প্রদান করে শিল্প ও প্রযুক্তিকে একীভূত করার ক্ষমতাও প্রদর্শন করেছে। ল্যান্টার্ন ফেস্টে ১০০টিরও বেশি কাজের মডেল দেখানো হয়েছে, প্রতিটি ডিসপ্লে শিক্ষার্থীদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হয়েছে, তাদের জ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা এবং শৈল্পিক প্রতিভা প্রদর্শন করছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার পাশাপাশি শিশুদের জন্য তাদের ধারণাগুলি অন্বেষণ এবং উপস্থাপন করার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 11 =