রেকর্ডিংয়ের ইস্যুতে আটকে বৈঠক

শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ কালীঘাটে পৌঁছন জুনিয়র চিকিৎসকরা৷ সন্ধে ৭.১০ নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা ছিল৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনের প্রবেশের ঠিক মুখে দাঁড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের মধ্যে কয়েকজন দাবি করেন, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ যদিও এই দাবি মানেননি কালীঘাটে উপস্থিত রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা৷

তখন জুনিয়র চিকিৎসকরা প্রস্তাব দেন, একান্তই যদি সরাসরি সম্প্রচার না হয় তাহলে ভিডিও রেকর্ডিং করা হোক৷ সেই ভিডিও রেকর্ডিংয়ের কপিও তাঁদের দিতে হবে বলে দাবি করেন জুনিয়র চিকিৎসকরা৷ তাতেও রাজি হয়নি রাজ্য প্রশাসন৷ এরপরেই আটকে যায় বৈঠক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =