শুক্র সন্ধে আর শনিতে বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর

পঞ্জিকা মতে শুক্রবার নবমী। দুর্গাপুজোর আনন্দ সন্ধের পরে মাটি করে দিতে পারে বৃষ্টি। কারণ, নবমীর রাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে রোদের দেখা পাওয়া গেলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এরপর শনিবার অর্থাৎ দশমীর দিনেও বৃষ্টিপাত হতে পারে৷ কারণ, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হতে পারে৷

এরই পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ একই সঙ্গে জানা গিয়েছে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে৷ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ৷ আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সপ্তমী থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি হতে শুরু করেছে ৷ সেই অবস্থা নবমী পর্যন্ত বজায় থাকবে৷ সর্বাধিক তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ৷ উত্তরবঙ্গের আবহাওয়ার অবস্থা অস্থির হবে৷ উত্তরের পাঁচ জেলায় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হতে হবে৷ রবিবার থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =