যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির ৪৬ পাতার রিপোর্ট এবার প্রকাশ্যে। আর তাতে ১৩৬ জন পড়ুয়ার যোগ থাকার প্রমাণ সামনে এল। এর পাশাপাশি এও জানানো হয়েছে, ১৩৬ জন পড়ুয়ার মধ্যে ৬ জন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সুপারিশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিরকালের মত ঢোকায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। র্যাগিং-এর ঘটনায় চারজন সরাসরি যুক্ত থাকার কারণে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে কমিটির তরফ থেকে।
১৩৬ জনের মধ্যে ৫ জন পড়ুয়াকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য চারটি সেমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ এবং হস্টেল থেকে পুরোপুরি ভাবে বহিষ্কারের সুপারিশ। এর মধ্যে ১১ জন পড়ুয়ার এই ঘটনায় যুক্ত থাকার জন্য দু’টি সেমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ এবং হস্টেল থেকে চিরকালের মতো বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ১৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ এবং হস্টেল থেকে চিরকালের মতো বহিষ্কারের সুপারিশ। ৯৫ জন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ এবং সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। এদিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে এই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।