রাজ্য নির্বাচন কমিশন অস্তিত্বহীন হয়ে দাঁড়িয়েছে, ক্ষোভ সেলিমের

‘রাজ্য নির্বাচন কমিশন অস্তিত্বহীন কমিশন হয়ে দাঁড়িয়েছে। এদের তাড়িয়ে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করার লড়াই চলবে। সিপিআইএম এই লড়াই চালিয়ে যাবে।’ পঞ্চায়েত নির্বাচনের পর গণনার দিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিতে দেখা গেল  সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

একইসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন এ অভিযোগও করেন, ‘সিপিআইএম যেখানে জিতছে, সেখানে দু-তিনবার করে রিকাউন্টিং করানো হচ্ছে।’ এরই পাশাপাশি তাঁর অভিযোগের আঙুল পুলিশের দিকেও। জানান, ‘পুলিশকে নির্বাচন ব্যবহার করে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করল।’

এদিকে শনিবার পঞ্চায়েত নির্বাচনের পর সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়। সেদিনই সিপিআইএম অভিযোগ করে, ব্যালট বাক্সের মুখ আগেই খোলা হয়েছে। এমনকী এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেন মহম্মদ সেলিম। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে বঙ্গ রানীতিতে। এরপর মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হতেই ফের একবার নির্বাচন কমিশনের নির্লিপ্ততার অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =