এবার আলিয়ার উপাচার্য পদে এক আইপিএসকে বাছলেন রাজ্যপাল বোস

এবার অবসরপ্রাপ্ত বিচারপতির পর অবসরপ্রাপ্ত এক আইপিএসকে ভিসি বানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলিয়ার উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহব। কিছুদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয় বঙ্গ শিক্ষামহলে। এবার এই অবসরপ্রাপ্ত আইপিএস-কে নিয়ে তৈরি হল নতুন চর্চা। ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তাতেই বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৭-র ক্ষমতা বলেই তাঁকে উপাচার্য হিসাবে নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ১৩ বিশ্ববিদ্যালয়ে উপচার্য হিসাবে বেশ কয়েকজন অধ্যাপককে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ছিল রাজ্য। ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ওমপ্রকাশ মিশ্র। শুধু ওমপ্রকাশই নন, একযোগে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বহু শিক্ষাবিদই। বন্ধ হয়ে গিয়েছিল নব নিযুক্ত উপাচার্যের বেতন। জল গড়িয়েছিল হাইকোর্টে। যদিও সেখানে মুখ পোড়ে সরকারের। সাফ জানানো হয়, রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ভুল নেই। এরইমধ্যে শুভ্রকমল মুখোপাধ্যায়ের নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অনেকেই বলতে থাকেন এ ক্ষেত্রে মানা হয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নিয়ম। এবার দেখার অপসরপ্রাপ্ত আইপিএসের নিয়োগ নিয়ে শিক্ষামহল থেকে কী প্রতিক্রিয়া আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =