বাজারে টমেটোও সেঞ্চুরি করল

বাজারে টমেটোর দাম এখন প্রধান আলোচ্য বিষয়। টমেটোর দাম প্রতি কেজিতে রয়েছে ১০০ টাকা।  রেকর্ড দামে বিক্রি হচ্ছে অন্য একাধিক সবজিও। কাঁচালঙ্কার পর্যন্ত দাম দ্বিগুণ বেড়েছে। ঢ্যাঁড়শের প্রতি কেজিতে দাম রয়েছে ১২০ টাকা। উচ্ছেরও প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ টাকা। ফলে সবজি বাজারে চড়া দরে হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে আমজনতার। রেকর্ড দামে বিক্রি হচ্ছে অন্য একাধিক সবজিও।

যেমন এদিন বাজারে ঝিঙের কেজি রয়েছে ৮০ টাকা। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। পেঁপের কেজি রয়েছে ৪০ টাকা। এছাড়া কাঁচালঙ্কার প্রতি ১০০ গ্রামের দাম রয়েছে ২০ টাকা। যা কিনা এক সপ্তাহ আগেও ছিল ১০ টাকা। চড়া দামের বাজারেও আপনি সস্তায় কিনতে পারবেন একাধিক জিনিস। সেই তালিকায় সর্বাগ্রে রয়েছে আলুর দাম। প্রতি কেজি আলুর দাম রয়েছে ১৫-১৬ টাকা। আবার চন্দ্রমুখী আলুর কেজি রয়েছে ১৮-২০ টাকা। এছাড়া পটলের দামও রয়েছে কম। কেজি প্রতি পটলের দাম রয়েছে ২৫-৩০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০-৪০ টাকা।

বাজারে মাছের দামও রয়েছে চড়া। রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে ২০০ টাকা। কাটা হলে দাম বেড়ে হচ্ছে ২৫০-২৬০ টাকা। কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে চড়া। কাতলার প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০-৩৫০ টাকা। পাবদা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩০০-৪০০ টাকা। এমনকি ভোলা মাছের দাম রয়েছে ৩৫০ টাকা কেজি। বাজারে মিলছে পমফ্রেটও। ছোট পমফ্রেট মাছের দাম রয়েছে ৩৫০ টাকা কেজি। এছাড়া, বাজারে মিলছে ইলিশও। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৯০০-১০০০ টাকা। এর চেয়ে ছোট আকারের ইলিশ অর্থাৎ ৫০০ গ্রামের ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা। বাজারে কম দামে মিলছে ফলুই মাছও। তুলনামূলক সস্তা দাম রয়েছে তেলাপিয়ার। ছোট আকারের তেলাপিয়ার কেজি রয়েছে ১৫০-১৭০ টাকা। বড় আকারের তেলাপিয়া মাছের দাম ২৩০-২৫০ টাকা।

চিকেনের প্রতি কেজির দাম রয়েছে ২৩০-২৪০টাকা। গোটা মুরগির প্রতি কেজির দাম রয়েছে ১৪৫-১৫৫ টাকা কেজি। মাটনের প্রতি কেজির দাম রয়েছে ৭৫০-৭৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =