দমদম বিমানবন্দরে  এয়ারপোর্ট ক্যাব পরিষেবার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল ভ্রমণকারীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক ক্যাব পরিষেবা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ সচিব ড. সৌমিত্র মোহনও। এর মাধ্যমে ব়্যাপিডো, কলকাতা বিমানবন্দরে চালু করেছে তাদের সর্বনিম্ন খরচের ক্যাব পরিষেবা এবং ২০২৫ সালের মার্চের মধ্যে আরও ১০টি বিমানবন্দরে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিষেবার সূচনার মাধ্যমে আমরা শুধুমাত্র সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা দিচ্ছি না, বরং স্থানীয় চালকদের জন্য মূল্যবান কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে অগ্রণী রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ নতুন মানদণ্ড স্থাপন করবে।

ব়্যাপিডোর তরফ থেকে দাবি করা হয় যে, এই অংশীদারিত্বের মাধ্যমে রাপিডো কলকাতা বিমানবন্দরে বিশেষ ক্যাব সার্ভিস জোন স্থাপন করবে, যেখানে ভ্রমণকারীরা ব়্যাপিডো প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই নিরাপদ, নির্ভরযোগ্য এবং কম খরচের রাইড পাবেন। এই উদ্যোগটি যাত্রীদের জন্য বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গন্তব্যে সহজলভ্য ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করবেএরফলে উপকৃত হবেন যাঁরা এই শহরে এসে পা রাখছেন।

এর পাশাপাশি রাপিডোর সহ-প্রতিষ্ঠাতা পবন গুন্তুপল্লি জানান, ‘ব়্যাপিডোতে আমাদের লক্ষ্য হল উদ্ভাবনের মাধ্যমে নির্ভরযোগ্য, সুরক্ষিত ও সাশ্রয়ী যাতায়াত সমাধান প্রদান করে মোবিলিটিতে বিপ্লব আনা। প্রধান বিমানবন্দরগুলোতে বিশেষ ক্যাব জোন চালু করতে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ভ্রমণকারীদের  উন্নত পরিষেবা প্রদান করার পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়গুলিকে সমর্থন দেবে। রাপিডোর প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে নির্ঝঞ্ঝাট এয়ারপোর্ট যাতায়াতের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =