ছয় কেন্দ্র থেকেই জয়ী হতে চলেছে তৃণমূল

ছয় কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। হিসেব যা বলছে তাতে এই ছয় কেন্দ্র থেকে নিশ্চিত জয় পেতে চলেছে শাসকদলই।

রাজ্যে ছয়টি উপনির্বাচনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। তিনি বামসমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজিকে ১ লক্ষ ৩১ হাজার ২৮৪ ভোট ভোটে পরাজিত করলেন।

নৈহাটি উপনির্বাচনের গণনা শেষ। দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল প্রার্থী সনদ দে ৪৮,৮৭৯ ভোটে জয়ী বলে ঘোষণা করা হয়। জয়ের পর প্রার্থী বলেন, ‘এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।‘

সিতাইয়ে নবম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এগিয়ে রয়েছেন ৯৩২০৮ ভোটে। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ১২২৩৪২টি ভোট। বিজেপি পেয়েছে ২৯,১৩৪টি ভোট। এখনও তিন রাউন্ড গণনা বাকি সিতাইয়ে। কিন্তু রেকর্ড ভোটে সিতাইয়ে জিততে চলেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =