কাজের চাপ কাটাতে ঘুরে আসুন রামধুরায়

কাজের চাপ থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে আপনি কী কয়েকটা দিন চাইছেন একটু নিভৃতে সময় কাটাতে? চাইছেন, এমন কোনও জায়গায় যেতে যেখানে লোকজনের ভিড় নেই? তাহলে কালিম্পং থেকে ১৫ কিলোমিটারের দূরত্বে রামধুরা আপনার জন্য আদর্শ জায়গা। তাহলে ব্যাগ প্যাক করে চলে য়ান রামধুরায়। সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম। দূরে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। এখানে গেলে দেখতে পাবেন আকাশ ঠিক কতটা নীল। আর মানুষেরাও খুব সরল। পাঁচ বছর আগে পর্যন্ত জায়গাটা একেবারেই নির্জন ছিল। এখন কিছু টুরিস্ট আসেন তবে খুব বেশি নয়।

কি দেখবেন এই রাধুরায় সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। পাহাড়ি রাস্তায় অলস ভাবে হাঁটতে পারেন। পাকদন্ডী বেয়ে যেতে পারেন জলসা বাংলো, রামিতেদারা আর ইচ্ছেগাঁও-এ।

যাওয়াটা খুব কঠিন কিছু নয়। ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন। তারপর গাড়ি করে রামধুরা চলে যান। এখানে বেশ কয়েকটা হোম স্টে আছে, তাই থাকার অসুবিধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =