প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের

রাজ্যের মুকুটে ফের সাফল্যের পালক। ভূমি সম্মান নিধি পুরস্কারে ভূষিত হল রাজ্যের বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। আর এই খবর পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে পশ্চিমবঙ্গ সরকার ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে। ভূমি রেকর্ডের আধুনিকীকরণে অসামান্য কৃতিত্বের জন্য ভারতের সেরা রাজ্য স্বীকৃতি পেয়েছে বাংলা। বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাগুলিও ভূমি রেকর্ডের আধুনিকীকরণের জন্য পুরস্কার পেয়েছে। আমাদের সরকার সর্বদা সচ্ছতার স্বার্থে ও বাংলার জনগণকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য সরকারি রেকর্ডগুলি আধুনিকীকরণ ও ডিজিটালাইজ করার চেষ্টা করছে। যারা বাংলাকে গর্বিত করেছেন, আমি তাঁদের সবাইকে আবার অভিনন্দন জানাই।’ তবে এবারের এই সম্মান রাজ্য সরকারের কাছে বিশেষ বলে জানা যাচ্ছে। কারণ, ভালো কাজের জন্য রাজ্যকে পুরস্কৃত করলেও বাংলার প্রাপ্য একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদি সরকার, এই অভিযোগ অনেকদিনের। যা নিয়ে বহু বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রের সঙ্গে নানান বিষয় নিয়ে বিরোধ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আর তাই সেই আবহেই এই পুরস্কারকে বিশেষ হিসেবেই দেখছে রাজ্য সরকার। উল্লেখ্য, দেশের মোট ৭৫ টি জেলা এই সম্মান পেয়েছে। ডিজিটাল মাধ্যমে জমির নথিভূক্তকরণ ও মৌজা আধুনিকীকরণে বাংলা রয়েছে ৬ নম্বর স্থানে। প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। রাজ্যের যে চারটি জেলার জমিজমা সংক্রান্ত রেকর্ড ডিজিটালাইজড করা হয়েছে সেখানে জমির মালিকানা হস্তান্তর ও অন্যান্য সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাচ্ছে।

পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার ভূমির রেকর্ড ডিজিটাইজড করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =