দমদম বিমানবন্দরে অবতরণ বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাসের

দমদম বিমানবন্দরে অবতরণ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস বেলুগা সিরিজের বেলুগা এক্সএল। এটা বেলুগা এসটি-এর আপগ্রেড সংস্করণ। এর আগে দমদম বিমানবন্দরে এসটি সিরিজের বিমান অবতরণ করেছে। কিন্তু এক্সএল সিরিজের বিমান এই প্রথম।

মঙ্গলবার বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বেলুগা এক্সএল। তারপর এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। টুলুজ এয়ারবাস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই বিমান। এতে ফ্যাক্টরির কিছু সরঞ্জাম এবং বিমানের পার্টস চিনের তিয়ানজিনে টুলুজের আরেক ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। পথিমধ্যে কলকাতা বিমানবন্দরে বিশ্রাম।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, বেলুগা বিমান দেখতে অনেকটা ডলফিনের মতো। বিশাল আকৃতি। এত বড় বিমান অবতরণের জন্য পূর্ব ভারতের কলকাতা বিমানবন্দরই একমাত্র উপযুক্ত জায়গা। সেই জন্যই জ্বালানি ভরা এবং বিমানের ক্রু মেম্বারদের বিশ্রাম দিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বেলুগা এক্স এল। বেলুগা এক্সএল আদতে  কার্গো বিমান। ডিজাইন করেছে এয়ারবাস। বড় বড় পণ্য পরিবহণ করে। মূলত বিমানের উইংস এবং ফিউজেলেজ নিয়ে যাওয়া হয় বেলুগা এক্সএলে করে। এটা মূল বেলুগা এসটি-র আপগ্রেড সংস্করণ। বেলুগা এসটি-এর চেয়ে বেলুগা এক্সএল আকারে বড়, ক্ষমতাও অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =