যোগেশচন্দ্রে পরিচালন সমিতির সভাপতি বদল, সরলেন দেবাশিস, এলেন অরূপ

সরস্বতী পুজোকে কেন্দ্র যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যে সমস্যা তৈরি হয় তার জল গড়ায় একদম কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এরই মধ্যে ঘটল বড় বদল। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পরিচালন সমিতির সভাপতিকে বদল করা হল। সরলেন মেয়র পারিষদ তথা রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমার। তাঁর জায়গায় সভাপতি করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। বিকাশ ভবন সূত্রে খবর, বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য অরূপ শুনবেন। সেই মর্মেই দেবশিসকে সরিয়ে আনা হয়ছে তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। সেখানকার ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে ঢুকে মারধর-ধর্ষণের হুমকি দিচ্ছেন। ঘটনায় নাম জড়ায় তৃণমূল যুব নেতা সাব্বির আলির। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সরস্বতী পুজোর দিন কলেজ ক্যাম্পাস পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী পৌঁছতেই কলেজের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন।

এরপর মঙ্গলবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরানো হয় দেবাশিস কুমারকে। নতুন সভাপতি করা হল অরূপ বিশ্বাসকে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাব্বিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেবাশিস সে অর্থে গুরুত্ব দিয়ে বিচার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =